ব্যাপক সংস্কারের অঙ্গীকার ইতালির নতুন প্রধানমন্ত্রীর
দ্য রিপোর্ট ডেস্ক : ইতালির নতুন প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি শপথ নেওয়ার পর সংস্কারের ‘দৃঢ় অঙ্গীকার’ ব্যক্ত করেছেন। রেনজির নতুন সরকার আস্থা ভোটে জেতার কিছুক্ষণ আগে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। নির্বাচনী আইন সংস্কার, কর কমানো ও দেশের রুগ্ন অর্থনীতি মোকাবেলায় চাকরির ক্ষেত্রে বিনিয়োগেরও প্রস্তাব দেন তিনি।
ডেমোক্রেটিক দলের এই নেতা আরও জানান, আইন প্রণয়ন কমিটি হিসেবে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষকে বিলুপ্ত করতে চান তিনি।
এর আগে মঙ্গলবার রেনজি জোট আস্থা ভোটে জেতেন। ১৬৯ জন সিনেট রেনজির পক্ষে ভোট দেয়। তার বিপক্ষে পড়ে ১৩৯ ভোট।
তবে তাকে দ্বিতীয়বার পার্লামেন্টের নিম্নকক্ষে আস্থাভোটে জিততে হবে। মঙ্গলবারই এই ভোট অনুষ্ঠিত হবে। নিম্নকক্ষে অবশ্য রেনজির মধ্য-বামপন্থী ডেমোক্রেটিক দলই সংখ্যাগরিষ্ঠ।
৩৯ বছর বয়সী ডেমোক্রেটিক দলের এই নেতা পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য নন। দেশটির সংবিধান অনুযায়ী ৪০ বছরের নিচে সিনেটর হওয়া যায় না।।
আগামী মাসের প্রথম থেকে উচ্চকক্ষের সংস্কার শুরু করবেন বলে জানিয়েছেন রেনজি। সূত্র : বিবিসি।
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/শাহ/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)