দ্য রিপোর্ট ডেস্ক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক অর্থ-সম্পাদক এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র সাংবাদিক অজিত সরকারের স্ত্রী শিপ্রা মন্ডল ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ মে) মধ্য রাতে পরলোকগমন করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

তিনি স্বামী, এক ছেলে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শিপ্রা মন্ডল তথ্য সেবা বার্তা সংস্থার (টিএসবি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি দীর্ঘদিন যাবত কিডনি রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তাকে কলকাতা রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। গত ৪ দিন আগে তার সার্জিক্যাল অপারেশন হয়েছিল।

শুক্রবার (১৯ মে) বিকালে কলকাতার কেওড়াতলা শ্মশানে প্রয়াতের মরদেহ দাহ করা হয়।

সাংবাদিক অজিত সরকারের স্ত্রী শিপ্রা মন্ডলের মৃত্যুতে ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী শুক্রবার এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রায়ত শিপ্রা মন্ডলের আত্মার শান্তি কামনা করেছেন।

(দ্য রিপোর্ট/জেডটি/এনআই/মে ১৯, ২০১৭)