দ্য রিপোর্ট ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দ্বিতীয় ফাইনালিস্টে হিসেবে নাম লিখেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে আইপিএলের এবারের আসরে ফাইনালে পৌঁছেছে মুম্বাই। এ নিয়ে চতুর্থবার ফাইনালের টিকিট কাটলো মুম্বাই।

শুক্রবার (১৯ মে) ব্যাঙ্গালুরুতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারের পর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর মেনে নিলেন যে, ব্যাটিং ব্যর্থতাই নাইটদের দশম আইপিএল থেকে ছিটকে দিল।

ম্যাচের পর হতাশ নাইট অধিনায়ক বলেছেন, ‘শেষ ম্যাচের পর আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম যে, মুম্বাইয়ের বিপক্ষে ১৬০-১৭০ রান করতে না পারলেও অন্তত ১৪০ রান করতেই হবে। কিন্তু সেটাও পারিনি।’ গম্ভীর আরও বলেছেন, ‘বিপক্ষের ইনিংস শেষ না করার ক্ষমতা থাকলে ১০৭ রানটা কখনও স্বস্তিদায়ক স্কোর নয়। তাছাড়া হাতে উইকেট থাকলে প্রতিপক্ষের দু’একজন বোলারকে বেছে নিয়ে তাদের আক্রমণ করা যেত।’

তবে এবারের লিগে দলের সামগ্রিক পারফরম্যান্স প্রসঙ্গে নাইট অধিনায়ক জানিয়েছেন, তিনি গর্বিত। বলেছেন, ‘সতীর্থদের পারফরম্যান্স নিয়ে আমি গর্বিত। আমরা আপ্রাণ চেষ্টা করেছি। প্রত্যেকে তাদের সেরাটা দিয়েছে। দু’টো সুযোগ পেয়েছিলাম। কিন্তু নষ্ট হল।’

উল্টোদিকে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা কৃতিত্ব দিয়েছেন বোলারদের। ম্যাচের পর তার মন্তব্য, ‘বোলাররা সকলেই প্রায় নিখুঁত বোলিং করেছে। তার চেয়েও গুরুত্বপূর্ণ, আজ দলগত সংহতি চমৎকার ছিল। রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে আমাদের পরিসংখ্যান হয়তো খুব আশাপ্রদ নয়। কিন্তু ফাইনালে এবার আমার আশা, এই দলগত সংহতির জোরেই আমরা বাধাটা পেরিয়ে চ্যাম্পিয়ন হব।’

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/মে ২০, ২০১৭)