সিলেট অফিস : সিলেট রেঞ্জের চার জেলা ও মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে এক শিবিরকর্মীসহ ১১০ আসামিকে গ্রেফতার করেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের চার জেলার বিভিন্ন উপজেলায় ও মহানগরের ৬ থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রেঞ্জের সিলেট জেলা পুলিশ ৩০, মৌলভীবাজার ১২, হবিগঞ্জ ৩৩ ও সুনামগঞ্জ জেলা পুলিশ ১৭ জনকে গ্রেফতার করে। সিলেটের অতিরিক্ত ডিআইজি এম সাখাওয়াত হোসাইন দ্য রিপোর্টকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সিলেট মেট্রোপলিটনের ছয় থানা পুলিশ মঙ্গলবার ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক শিবিরকর্মীসহ ১৮ জনকে গ্রেফতার করেছে। এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এমজেসি/এফএস/এসকে/শাহ/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)