দ্য রিপোর্ট প্রতিবেদক : গত সপ্তাহে (১৪-১৮ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকে পতন হয়েছে। এ সময় মূল্যসূচক, আর্থিক লেনদেন, বাজার মূলধন ও অধিকাংশ কোম্পানির দর কমেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৭ পয়েন্ট বা ১.৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৪০০ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএক্স শরিয়াহ সূচক ১৮ পয়েন্ট বা ১.৪৩ শতাংশ ও ডিএসই ৩০ সূচক ৩২ পয়েন্ট বা ১.৫৯ শতাংশ কমেছে। এর আগের সপ্তাহে ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বা ০.৮০ শতাংশ কমেছিল।

গত সপ্তাহে ৫ কার্যদিবসে মোট ২ হাজার ৯৭০ কোটি ৫০ লাখ টাকার বা দৈনিক গড় ৫৯৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা এর আগের সপ্তাহে ৪ কার্যদিবসে মোট ২ হাজার ৮৩১ কোটি ২৯ লাখ টাকার বা দৈনিক গড় ৭০৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় মোট হিসাবে ৪.৯২ শতাংশ লেনদেন বাড়লেও দৈনিক গড় হিসাবে কমেছে ১৬.০৭ শতাংশ।

গত সপ্তাহে মোট লেনদেনের ৯৩.১৪ শতাংশ ‘এ’ ক্যাটাগরিভুক্ত, ৩.৬৮ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ১.৯৫ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ১.২৩ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে হয়েছে।

সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৭২ হাজার ৪১০ কোটি টাকা। সপ্তাহের শেষে তা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৪৬৬ কোটি টাকায়। অর্থাৎ গত সপ্তাহে বাজার মূলধন কমেছে ১.৩৩ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে ৩৩১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৩টি বা ৩১.১২ শতাংশ কোম্পানির। আর দর কমেছে ২০২টি বা ৬১.০৩ শতাংশ কোম্পানির ও অপরিবর্তিত রয়েছে ২৬টি বা ৭.৮৫ শতাংশ কোম্পানির।

গত সপ্তাহে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইফাদ অটোসের শেয়ার। এ সময় কোম্পানির ১৬২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৫.৪৬ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিষ্টেমসের লেনদেন হয়েছে ১২০ কোটি ১৪ লাখ টাকার, যা সপ্তাহের মোট লেনদেনের ৪.০৪ শতাংশ। ৯৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল।

লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- লংকাবাংলা ফাইন্যান্স, আরএসআরএম স্টিল, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এসিআই, ন্যাশনাল ফিড মিল ও শাহজিবাজার পাওয়ার।

(দ্য রিপোর্ট/আরএ/এনআই/মে ২০, ২০১৭)