দ্য রিপোর্ট প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল আলীমের আপিলের মামলার সারসংক্ষেপ আগামী ১১ মার্চের মধ্যে দাখিলের নির্দেশ দেয় হয়েছে।

প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার আলিমের পক্ষে সারসংক্ষেপ জমা দিতে তার আইনজীবীকে নির্দেশ দিয়েছে।

এর আগে গত বছরের ৭ নভেম্বর ১২০টি গ্রাউন্ডে আলীমের খালাস চেয়ে আপিল দায়ের করা হয়।

মামলার আপিলে মোট ২ হাজার ৮৭৮ পৃষ্ঠার নথিপত্রের ডকুমেন্টসহ মূল আবেদনে ১৪৬ পৃষ্ঠার মোট ১২০টি গ্রাউন্ড রয়েছে।

গত ৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বিএনপি নেতা আব্দুল আলীমকে একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাগারে থাকার নির্দেশ দেয়।

আসামি আব্দুল আলীমের বিরুদ্ধে আনীত ১৭টি অভিযোগের মধ্যে ৯টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাজা দেওয়া হয় এবং ৮টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেগুলোতে কোনো সাজা দেওয়া হয়নি।

ট্রাইব্যুনাল তার আদেশে বলে, আলীমের অপরাধের গভীরতা এতই বেশি যে, তার মৃত্যুদণ্ডই প্রাপ্য ছিল। কিন্ত তার পঙ্গুত্ব ও শারীরিক অবস্থা বিবেচনা করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো।

গত ২২ সেপ্টেম্বর এই মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়। এরপর ওইদিনই মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখে।

একই সঙ্গে ওইদিন ট্রাইব্যুনাল আলীমের জামিন বহাল রাখার আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

গত বছরের ২৭ মার্চ ট্রাইব্যুনাল-১ আলীমের অভিযোগ আমলে নেয়।

এরপর প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৬ এপ্রিল মামলাটি ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করা হয়। ওই বছরের ১১ জুন আলীমের বিরুদ্ধে ১৭টি অভিযোগে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।

আলীমকে ২০১১ সালের ২৭ মার্চ মানবতাবিরোধী অপরাধের মামলায় জয়পুরহাটের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ওই বছরের ৩১ মার্চ শারীরিক অসুস্থতার কারণে তাকে জামিন দেয় ট্রাইব্যুনাল-১। এরপর তার জামিন কয়েক দফা বাড়ানো হয়।

(দ্যরিপোর্ট/এসএ/জেএম/এজেড/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)