দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের (১৪-১৮ এপ্রিল) লেনদেনে টপ টেন লুজারের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। এ সময় কোম্পানির শেয়ার দর কমেছে ২৫.৯৩ শতাংশ। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

টপ টেন লুজারের অপর কোম্পানিগুলোর মধ্যে– এক্সিম ব্যাংকের ২০.৫৯ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ১৮.৪৪ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ১৫.৩৩ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ১৫.১৮ শতাংশ, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ১৩.০২ শতাংশ, রূপালী ব্যাংকের ১২.২৭ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ১১.৩৮ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ১০.৭৬ শতাংশ ও পিপলস ইন্স্যুরেন্সের ১০.০৪ শতাংশ দর কমেছে।


(দ্য রিপোর্ট/আরএ/এনআই/মে ২০, ২০১৭)