দ্য রিপোর্ট ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হওয়ার জন্য তৈরি হয়েই আছেন জর্জ সামপাওলি। আর তাকে নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথা আগেই জানিয়েছে দেশটির ফুটবল সংস্থা। আর সে প্রস্তাব পেলে স্বদেশের দায়িত্ব নিতে মুখিয়ে আছেন বলেই জানালেন সেভিয়ার বর্তমান এই কোচ।

আর্জেন্টিনার কোচ হওয়া নিয়ে শুক্রবার সাংবাদিকদের সামপাওলি বলেন, ‘আমার দেশের জাতীয় দলকে কোচিং করানোটা ছোট থেকেই আমার স্বপ্ন। আমাকে এর প্রস্তাব দেওয়ার জন্য আমার দেশেরও ইচ্ছা আছে। এটা এমন একটি প্রস্তাব হবে যা আমি প্রত্যাখ্যান করতে পারবো না।’

‘এই পরিস্থিতি এমন কিছু যা এখন সমাধান করা হচ্ছে। আগে হয়নি কারণ, আমাদের অনেক খেলা ছিল। আমরা এখন (আর্জেন্টিনার দায়িত্ব নেওয়া) নিয়ে কথা বলতে পারি... কারণ আমরা (সেভিয়া) আমাদের লক্ষ্য অর্জন করে ফেলেছি। যদিও ব্যাপারটি আমার হাতে নেই।’

গত ১১ এপ্রিলে দলের খারাপ পারফরম্যান্সের জন্য এদগার্দো বাউজাকে বহিষ্কার করে এএফএ। পরে ওই মাসের শেষ দিকে সংস্থাটির সভাপতি ক্লাওদিও তাপিয়া জানান, বাউসার উত্তরসূরি হিসেবে সাম্পাওলিকে প্রস্তাব দেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/মে ২০, ২০১৭)