দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার অভিযোগ গঠনের শুনানি ৩০ মার্চ ধার্য করেছে আদালত।

ঢাকা মহানগর হাকিম হারুন উর রশীদ এ দিন ধার্য করেন। মঙ্গলবার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলিসহ ১৮ দলের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলায় অভিযোগ করা হয়।

শফিউল আলম ও মির্জা আব্বাসসহ সাতজন আদালতে হাজিরা দেন। আর মির্জা ফখরুলসহ বাকিরা আদালতে হাজিরার জন্য সময়ের আবেদন করলে আদালত ৩০ মার্চ ধার্য করেন।

উল্লেখ্য, ২০১২ সালের ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে। পরে পুলিশ বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা করেন।

(দ্য রিপোর্ট/জেএ/এমসি/শাহ/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)