বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বিএসইসির সাক্ষাত
দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের পুঁজিবাজারের সার্বিক অবস্থা এবং বিগত কয়েক বছরের অগ্রগতি সম্পর্কে অবহিত করতে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির একটি প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ দিন সকাল ১০টায় সাক্ষাতকার অনুষ্ঠিত হবে বলে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিএসইসির আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষাতকারে সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএসইসির চেয়ারম্যান থেকে উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তারা সাক্ষাতে অংশ নিতে পারবেন।
সাক্ষাতকালে পুঁজিবাজারের সার্বিক অবস্থা, বিগত কয়েক বছরের অর্জন সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। বিশেষ করে আন্তর্জাতিক স্বীকৃতি স্বরূপ বিএসইসির ‘এ’ ক্যাটাগরি অর্জন, দুই স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথকীকরণ ইত্যাদি বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান।
(দ্য রিপোর্ট/এনটি/ডব্লিউএন/শাহ/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)