দ্য রিপোর্ট প্রতিবেদক : ভারতের পশ্চিমবঙ্গ সরকারের বেসরকারি সম্মাননা ‘বঙ্গভূষণ’ গ্রহণ করলেন বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। গতকাল বিকেলে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্মাননা তুলে দেন।

এ সময় রেজওয়ানা চৌধুরীর গলায় উত্তরীয় পরিয়ে দেন এবং সম্মাননা স্মারক হাতে তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই অনুষ্ঠানে সাহিত্যিক নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে মমতা তুলে দেন বঙ্গবিভূষণ সম্মাননা। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এ সম্মাননা দিয়ে আসছে।

এরই মধ্যে এ দুই সম্মাননা পেয়েছেন সংগীতশিল্পী মান্না দে, পূর্ণদাস বাউল, ওস্তাদ আমজাদ আলী খান, পণ্ডিত অজয় চক্রবর্তী, ওস্তাদ রশিদ খান, নৃত্যশিল্পী অমলা শঙ্কর, সাহিত্যিক মহাশ্বেতা দেবী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জয় গোস্বামী, অমিতাভ চৌধুরী, অভিনয়শিল্পী সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায়, রণজিৎ মল্লিক, মিঠুন চক্রবর্তী, সন্ধ্যা রায়, নির্মাতা ঋতুপর্ণ ঘোষ, খেলোয়াড় সৌরভ গাঙ্গুলী।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/মে ২১, ২০১৭)