দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সংলাপে বসতে নির্দেশনা চেয়ে করা রিটের নিষ্পত্তি করে দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।

আদালত তার আদেশে বলে, দেশের পরিস্থিতি ভালো হওয়ায় এখন আর সংলাপ প্রয়োজন নেই। এখন কোনো নির্বাচন নেই এবং খালেদা জিয়াও বিরোধীদলীয় নেত্রী নন। সুতরাং সংলাপের বিষয়টি এখন অকার্যকর।

সংলাপ চেয়ে করা আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

গত বছরের ২৭ মার্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দুই নেত্রীকে সংলাপে বসতে রুল জারি করে বিচারপতি নাঈমা হায়দারের হাইকোর্ট বেঞ্চ।

এর আগে গত ১৪ মার্চ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে দুই নেত্রীর মধ্যে সংলাপ চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এ রিটটি দায়ের করেন।

(দ্য রিপোর্ট/এসএ/জেএম/এজেড/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)