নাটোর প্রতিনিধি : মহাসড়কে পুলিশি চাঁদাবাজি, অবৈধ যানচলাচল বন্ধ ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে রাজশাহী ও রংপুর বিভাগে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট নাটোরেও স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে।

ধর্মঘটের ফলে রবিবার সকাল থেকেই বন্ধ রয়েছে সব ধরনের পণ্যবাহী যানবাহন। জেলার অভ্যন্তরে ও আন্তরুটে কোনো ধরনের পরিবহন চলাচল না করায় বিপাকে পড়েছেন আম, সবজি ও লিচুসহ পচনশীল পণ্য ব্যবসায়ীরা।

নাটোর জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোসতারুল আলম জানান, আগামী মঙ্গলবার সকাল পর্যন্ত এই ধর্মঘট চলবে। এর মধ্যে মালিকরা গাড়ি বের করবে না, শ্রমিকরা চালাবে না। দাবি মানা না হলে পরবর্তী আমাদের ঐক্য পরিষদ আরও কর্মসূচি দেবে।

(দ্য রিপোর্ট/এম/মে ২১, ২০১৭)