টাঙ্গাইলে অস্ত্র ও ককটেল উদ্ধার
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার পাহাড়ি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি পিস্তল, ৮টি ম্যাগাজিন, ৪১ রাউন্ড গুলি ও ৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গারোবাজারের পাহাড়ি এলাকায় বনের ভেতর থেকে মঙ্গলবার সকালে ঘাটাইল থানা পুলিশ এ সব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির জানান, সকালে স্থানীয় লোকজন পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা পড়ে থাকতে দেখে। সন্দেহজনক মনে হলে বিষয়টি তারা পুলিশকে অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে অস্ত্র ও গোলাবারুদ দেখতে পায়।
এ সব অস্ত্র ও গোলাবারুদ পলাতক জেএমবি সদস্যদের বলে ধারণা করছে পুলিশ।
(দ্য রিপোর্ট/এআর/এফএস/এসকে/এজেড/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)