দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ জোহর রাজধানীর আসাদগেটে দলীয় কার্যালয়ের সামনে মরহুমের প্রথম  জানাযায় ইমামতি করেন করেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আব্দুল হালিম।

আসাদগেট দলীয় কার্যালয়ের সামনে মরহুমের প্রথম জানাযা শেষে দিনাজপুরের উদ্দেশে মরহুমের মরদেহ নিয়ে যাওয়া হয়। দিনাজপুর ইনস্টিটিউট মাঠে রাত সাড়ে ৮টায় দ্বিতীয় জানাযা শেষে তার জন্মস্থান পঞ্চগড়স্থ চিনিরকল ময়দানে তৃতীয় জানাযা রাত ১১টায় অনুষ্ঠিত হবে। সোমবার ফের তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হবে। এদিন বাদ আছর বায়তুল মোকারম জাতীয় মসজিদ প্রাঙ্গণে চতুর্থ জানাযা শেষে বনানী কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে শফিউল আলম প্রধানকে সমাহিত করা হবে।

এদিকে আসাদগেট দলীয় কার্যালয়ের সামনে শফিউল আলম প্রধানের প্রথম নামাজে জানায় বিএনপি নেতাদের মধ্যে আমান উল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহান, নাজিম উদ্দিন আলম, আবু নাসের রহমাতুল্লাহ, জামায়াতের মো. সেলিম উদ্দিন, মোবারক হোসেন, ইসলামী ঐক্যজোট (একাংশ) মাওলানা আব্দুর রকীব, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম, গোলাম মোস্তফা ভুইয়া, কল্যাণ পার্টির মহাসচিব এমএম আনিুর রহমান, ডিএলএ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানসহ ২০ দলীয় জোটের নেতাকর্মী ও শফিউল আলম প্রধানের নিকটজনেরা জানাজায় অংশ নেন।

এর আগে শফিউল আলম প্রধান (৬৫) রবিবার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুর সংবাদ শুনে আসাদগেটস্থ বাসভবনে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শাহ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল নোমান, আব্দুল আউয়াল মিন্টু, আমানউল্লাহ আমানসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা।

(দ্য রিপোর্ট/কেএ/এপি/এনআই/মে ২১, ২০১৭)