জবি প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

রবিবার ১২টার দিকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে এর আয়োজন করে জবি শাখার নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি ঢাকা জজকোর্টের সামনে থেকে শুরু করে রায়সাহেব বাজার মোড় হয়ে নয়াবাজার মোড়ে গিয়ে শেষ হয়।

নয়াবাজার মোড়ে পুলিশি বাধার মুখে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিলটি শেষ হয়। জবি ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক আসিফ রহমান বিপ্লবের নেতৃত্বে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।

জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ রহমান বিপ্লব বলেন, দেশনেত্রীকে ভয় দেখিয়ে লাভ নেই। এরশাদককে রাজপথে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছে ছাত্রদল। হাসিনার ষড়যন্ত্রও আমরা ছাত্রদল রুখে দিবো।

ছাত্রদলের একজন কর্মী জীবিত থাকতে দেশনেত্রীর বিরুদ্ধে কোন ষড়যন্ত্রকারী সফল হবে না বলেও জানান তিনি।

জবি ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, বিনা নোটিশে কোন বাহিনী কার বসবাসের ঘরে প্রবেশে করার সুযোগ নেই। সেখানে তো কোন রাজনৈতিক দলের প্রধানের কার্যালয়ে পুলিশ প্রবেশের প্রশ্নই আসে না। পুলিশ আওয়ামী লীগের কর্মীর মত আচরণ করছে।

এ হামলায় অংশগ্রহণকারী পুলিশদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানান নেতারা।

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক এম আর গনি মস্তফা, জবি ছাত্রদলের সহ-সভাপতি আঃ জলিল, খলিলুর রহমান খলিল, এ কে এম খালিদ শুভ, এ ডি এম বাকীর জুয়েল, এস এম আল আমিন, আঃ হান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক কে এম সাখাওয়াত, মিজানুর রহমান শরিফ, ইব্রাহীম কবির মিঠু, ইমরান হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান (সাদিক), সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সফিক জামিল চৌধুরীসহ সিনিয়র ছাত্রনেতা খোরশেদ আলম কাজল, এসএম ফায়েজ, ওবায়েদুল, রুহুল আমিন টুটুল, রশিদুজ্জামান তুফান, আবিদ কামাল রুবেল, আবু রায়হান, জাকির উদ্দিন আবির, মহব্বত হোসেন বাবু, মোসাব্বির মিল্লাত পাটোয়ারি, শাহাদত হোসেন, রিয়াদুল ইসলাম প্রমুখ।

(দ্য রিপোর্ট/এনএইচ/এপি/মে ২১, ২০১৭)