দ্য রিপোর্ট ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ওয়েন রুনি আবারও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করতে চেয়েছেন। বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে শেষ ষোলোর প্রথম লেগে ইউনাইটেড লড়াই করবে স্বাগতিক অলিম্পিয়াকোসের বিপক্ষে। এই ম্যাচের আগে ২০০৮ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রুনি আবারও শিরোপা জয়ের আশা ব্যক্ত করেছেন। রাতে খেলাটি টেন স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।

ইউনাইটেড ২০০৮ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের শিরোপা জয় করেছিল। তিনবারের চ্যাম্পিয়ন রেড ডেভিলরা।

সম্প্রতি ২০১৯ সালের জুন পর্যন্ত ইউনাইটেডের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন রুনি। দলকে আরও কিছু দিতে চান তিনি। আরও একবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে ক্যারিয়ার শেষ করতে চান। এই ইউরোপসেরা ট্রফি জয় করতে না পারলে অতৃপ্ত থাকবেন তিনি। রুনি বলেছেন, ‘আপনি সব সময়ই এই শিরোপা জয় করতে চাইবেন। তবে একটি শিরোপাই যথেষ্ট নয়। বিশেষ করে এই ক্লাবে খেলে। আপনাকে চেষ্টা করতে হবে ফাইনালে যেতে । এই শিরোপা যখন হাতে ওঠে, তখন অসাধারণ অনুভূতি হয়। এক কথায় অবিশ্বাস্য। প্রত্যেক বছর জয় করতে ইচ্ছে করবে এরপর ।’

(দ্য রিপোর্ট/এমএ/এজেড/ফেব্রুয়ারি ২৫,২০১৪)