উপজেলা নির্বাচন
বড়লেখা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
মৌলভীবাজার প্রতিনিধি : আগামী ১৫ মার্চ বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
মৌলভীবাজার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় প্রতীক বরাদ্দ করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জহিরুল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল ইসলাম আকন্দ।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত রফিকুল ইসলাম সুন্দর পেয়েছেন কাপ-পিরিচ, বিএনপি সমর্থিত আব্দুল হাফিজ পেয়েছেন আনারস, জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত আব্দুল আহাদ পেয়েছেন মোটরসাইকেল ও জামায়াতে ইসলামী সমর্থিত এমাদুল ইসলাম পেয়েছেন দোয়াত-কলম।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত বিবেকানন্দ দাস পেয়েছেন টিউবওয়েল, বিএনপি সমর্থিত সাইফুল ইসলাম খোকন পেয়েছেন তালা ও বিএনপির বিদ্রোহী প্রার্থী সুমন আহমদ পেয়েছেন টিয়াপাখি এবং জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত বাবরুল ইসলাম রিয়াজ পেয়েছেন চশমা।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত রাজিয়া বেগম চৌধুরী পেয়েছেন কলস এবং বর্তমান বড়লেখা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও বিএনপি সমর্থিত রাহেলা বেগম পেয়েছেন ফুটবল।
(দ্য রিপোর্ট/টিএফ/এফএস/এসকে/শাহ/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)