হারে শুরু পাকিস্তানের
দ্য রিপোর্ট ডেস্ক :এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হেরেছে পাকিস্তান। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ১২ রানে জিতেছ শ্রীলঙ্কা।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ২৮৪ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। সবচেয়ে বেশি ৭৪ রান করেছেন উমর আকমল। এ ছাড়া ৭৩ রান করেছেন অধিনায়ক মিসবাহ উল হক। একাই ৫ উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা।
এর আগে ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৯৬ রান তুলেছিল শ্রীলঙ্কা। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি (১০২) করেছেন লাহিরু থিরিমান্নে।
পাকিস্তান দল : শেরজিল খান, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শোহেইব মাকসুদ, মিসবাহ উল হক (অধিনায়ক), উমর আকমল(উইকেটরক্ষক), শহিদ আফ্রিদি, বিলাওয়াল ভাট্টি, উমর গুল, সাঈদ আজমল, জুনায়েদ খান।
শ্রীলঙ্কা দল : কৌশল পেরেরা, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা(উইকেটরক্ষক), মাহেলা জয়াবর্ধনে, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস(অধিনায়ক), চতুরঙ্গ ডি সিলভা, থিসারা পেরেরা, সচিত্র সেনানায়েকে, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমাল।
(দ্য রিপোর্ট/এমএ/সিজি/ফেব্রুয়ারি ২৫,২০১৪)