দ্য রিপোর্ট প্রতিবেদক : আপন জুয়েলার্সে অক্ষত অবস্থায় রক্ষিত স্বর্ণ প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে প্রকৃত গ্রাহকদের কাছে ফেরতের পূর্ব নির্ধারিত আজকে সোমবা‌রের সময় স্থগিত করা হয়েছে।

আপন জুয়েলার্সের পক্ষ থেকে প্রকৃত গ্রাহকদের তালিকা দেওয়ার কথা থাকলেও র‌বিবার পর্যন্ত তা দেওয়া হয়নি।

ন্যায়বিচারের স্বার্থে আগামি ২৫ মে মালিকপক্ষকে স্বর্ণের দোকানে উপস্থিত হয়ে কাগজপত্র বুঝে নিতে পুনরায় সময় দেওয়া হয়েছে। এসব কাগজপত্র অনুযায়ী তালিকা তৈরির পর প্রকৃত গ্রাহকদেরকে জমাকৃত স্বর্ণ ফেরতের জন্য পুনরায় সময় নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দোকান থেকে কাগজপত্র বুঝে নিতে গত ১৮ মে শুল্ক গোয়েন্দার দল উপস্থিত হলেও তারা কেউ হাজির হননি। শুল্ক গো‌য়েন্দা ও তদন্ত অ‌ধিদফত‌রের যুগ্ম-পরিচালক মোহাম্মদ স‌ফিউর রহমান এসব তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/এআরই/মে ২২, ২০১৭)