দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বনানী‌তে দুই তরুনী ধর্ষ‌ণের ঘটনায় মামলা নি‌তে ও তদ‌ন্তে বনানী থানার গা‌ফিল‌তি ছিলো না। কিন্তু মামলা নেওয়ার ক্ষে‌ত্রে কিছুটা ত্রু‌টি ছিলো বলে মন্তব্য করেছেন ঢাকা মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ ক‌মিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

রাজধানীর মি‌ন্টো রো‌ডে ডিএম‌পি সদর দফত‌রে সোমবার (২২ মে) দুপুরে সাংবা‌দিক‌দের স‌ঙ্গে আলাপকা‌লে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, বনানী‌তে দুই তরুনী ধর্ষ‌ণের ঘটনার তদন্ত প্র‌তি‌বেদ‌নের পরিপ্রে‌ক্ষি‌তে অভিযুক্ত পু‌লিশ কর্মকর্তা‌দের ব্যাখ্যা দিতে বলা হ‌য়ে‌ছে।

উল্লেখ্য, ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী। ওই ঘটনার প্রায় ৪০দিন পর গত ৬ মে বনানী থানায় অভিযুক্ত সাফাত আহমেদ, নাঈম আশরাফ ও সাদমান সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/কেএনইউ/এনটি/মে ২২, ২০১৭)