দ্য রিপোর্ট প্রতিবেদক : রেইন ট্রি হোটেলে শুল্ক গোয়েন্দার অভিযানে আটক ১০ বোতল মদের কেমিকেল টেস্ট রিপোর্ট সোমবার পাওয়া গেছে। শুল্ক গোয়েন্দা আটক বোতলের নমুনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে প্রেরণ করা হলে আজ রিপোর্টটি হাতে এসেছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম পরিচালক মোহাম্মদ সফিউর রহমান দ্য রিপোর্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নির্ধারিত ফরমে রিপোর্টটি স্বাক্ষর করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চিফ কেমিস্ট ড. দুলাল চন্দ্র সাহা।

তিনি রিপোর্টে উল্লেখ করেন এতে ১৩.৪৯% এলকোহল পাওয়া গেছে। পণ্যের ধরণ অনুযায়ী এটি ‘বিদেশি মদ’ হিসেবে আখ্যায়িত।

শুল্ক গোয়েন্দারা গত ১৪ মে বনানীর রেইন ট্রি হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে উদ্ধার করেন। মদ উদ্ধারকালে হোটেলের বৈধ বার লাইসেন্স ছিল না।

(দ্য রিপোর্ট/এমএসআর/এআরই/মে ২২, ২০১৭)