দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের নীল প্যানেল।

নির্বাচিত ৩৫ জন শিক্ষক প্রতিনিধির মধ্যে ৩৩ জনই নীল প্যানেলের। অন্য দু’জন নির্বাচিত হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত সাদা প্যানেল থেকে। সিনেটে ৩৫ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনের জন্য সোমবার (২৮ মে) ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত শিক্ষকেরা ভোট দেন।

(দ্য রিপোর্ট/এস/এপি/মে ২২, ২০১৭)