নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১০ লাখ ৩০ হাজার পিচ গলদা চিংড়ি রেণু জব্দ করেছে নারায়ণগঞ্জ পাগলা কোস্টগার্ড স্টেশন। যার মূল্য ২০ লাখ ৬০ হাজার টাকা। সোমবার (২২ মে) দুপুরে মেঘনা ও পদ্মা নদী এলাকা থেকে এসব অবৈধ গলদা চিংড়ি রেণু জব্দ করা হয়েছে।

পাগলা কোস্টগার্ড স্টেশনের কমান্ডার সাব লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল মেঘনা নদীর কাঁচপুর সেতু এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪৫ ড্রাম (৪ লাখ ৫০ হাজার পিচ) অবৈধ গলদা চিংড়ি রেণু আটক করে। যার মূল্য ৯ লাখ টাকা। এছাড়া পদ্মা নদীর মাওয়া ঘাট এলাকা থেকে ৪৩ ড্রাম (৫ লাখ ৮০ হাজার পিচ) গলদা চিংড়ি রেণু আটক করা হয়। যার মূল্য ১১ লাখ ৬০ হাজার টাকা। পরে উদ্ধারকৃত রেণুগুলো বুড়িগঙ্গা ও পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/মে ২২, ২০১৭)