দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে পুলিশের কাছে আবেদন করেছে দলটি।

সোমবার দুপুরে বিএনপির দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা গণপূর্ত বিভাগ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বরাবর এই আবেদন জমা দিয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাংবাদিকদের একথা জানিয়েছেন।

স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে আগামী বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার নীতিগত সিদ্ধান্ত নেয় দলটি। রবিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

(দ্য রিপোর্ট/সাআ/এপি/মে ২২, ২০১৭)