খুলনা প্রতিনিধি : খুলনা থেকে কলকাতা পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত বাস চলাচল শুরু হয়েছে। সোমবার (২২ মে) দুপুর ২টায় নগরীর সাত রাস্তা মোড়ের অদূরে গ্রীন লাইন বাস কাউন্টারে এর উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।

এই সময় স্টেট ব্যাংক অব ইন্ডিয়া খুলনা ব্রাঞ্চের প্রধান মানিক চক্রবর্তী, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

খুলনা থেকে কলকাতা বাস চলাচলের সার্বিক তত্তাবধানে রয়েছেন গ্রীন লাইন পরিবহনের মঈন জমাদ্দার।

মঈন জমাদ্দার জানান, সোমবার সকালে ঢাকার রাজারবাগ গ্রীন লাইন কাউন্টার থেকে ছেড়ে বাসটি মাওয়া-গোপালগঞ্জ হয়ে খুলনায় আসে এবং এখানে আনুষ্টানিক ফিতা কেটে উদ্ধোধনের পর বাসটি বেনাপোল হয়ে সন্ধ্যায় কলকাতা পৌঁছাবে। উল্লেখ্য বাসটি খুলনা থেকে সপ্তাহে যথাক্রমে সোম, বুধ ও শুক্রবার এই তিনদিন কলকাতা যাবে। শীতাতপ নিয়ন্ত্রিত এ বাসে খুলনা থেকে কলকাতা পর্যন্ত প্রতিজনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮০০টাকা। ৪০সিটের এ গাড়িতে খুলনার জন্য বরাদ্দ থাকছে ৮টি সিট।

(দ্য রিপোর্ট/এমএইচএ/মে ২২, ২০১৭)