দ্য রিপোর্ট ডেস্ক : ‘আমি গভীরভাবে দুঃখিত’ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অনুষ্ঠিত কনসার্টে অংশগ্রহণকারী মার্কিন সংগীতশিল্পী আরিয়না গ্র্যান্ড।

সোমবার ম্যানচেস্টারে কনসার্টে বিস্ফোরণের হামলার পর মঙ্গলবার (২৩ মে) সকালে ৮টা ৫১ মিনিটে টুইট বার্তায় এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

আরিয়না গ্র্যান্ড টুইট বার্তায় লেখেন, ‘আমি গভীরভাবে দুঃখিত। ভাষা হারিয়ে ফেলেছি।’

কোনো কোনো গণমাধ্যমে বলা হচ্ছে, এই ঘটনার পর অ্যারিয়ানা তার ওয়ার্ল্ড ট্যুর স্থগিত করেছেন। যুক্তরাজ্যের পর আরও কয়েকটি দেশে কনসার্ট করার কথা ছিল আরিয়ানার।

উল্লেখ্য, সোমবার রাত রাত ১০টা ৩৫ মিনিটে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি ইনডোর স্টেডিয়ামে মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্র্যান্ডের কনসার্ট শেষ হওয়ার পরপরই এই বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১৯ জন নিহত ও আহত হয়েছেন ৫০ জন। এই বিস্ফোরণকে ‘ভয়ংকর সন্ত্রাসী হামলা’ বলে মনে করছেন দেশটির সরকার।

বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজন ছুটোছুটি করতে থাকেন। তাদের ব্যাপক চিৎকার-চেঁচামেচিতে পুরো এলাকায় বিশৃঙ্খল ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এম/মে ২৩, ২০১৭)