অ্যাপোলো ইস্পাতের লটারি অনুষ্ঠিত
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপও) লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ও প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে আইপিওর আবেদন সংগ্রহ করে এ লটারির ড্র অনুষ্ঠিত হয়।
রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ১০টায় ড্র অনুষ্ঠিত হয়।
এ সময় অ্যাপোলো ইস্পাতের চেয়ারম্যান মো. দ্বীন মোহাম্মদ, ব্যবস্থাপনা পরিচালক আনসার আলী, উপব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান, নির্বাহী পরিচালক আবদুল হোসেন, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মশিউর রহমান এবং ডিএসই ও সিএসইর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গত ৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত স্থানীয় অধিবাসীরা এ কোম্পানির আইপিওতে আবেদন করার সুযোগ পান। আর প্রবাসীরা এ সুযোগ পান ১৯ অক্টোবর পর্যন্ত।
জানা গেছে, কোম্পানিটি বাজারে আইপিও ছেড়ে ২২০ কোটি টাকা সংগ্রহ করে। প্রতি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকার সঙ্গে ১২ টাকা প্রিমিয়াম নিয়ে মোট ২২ টাকা দরে টাকা সংগ্রহ করেছে। প্রতিষ্ঠানটি ১০ কোটি শেয়ার ছেড়ে এ টাকা উত্তোলন করে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।
(দিরিপোর্ট২৪/এনটি/এএস/০৭ নভেম্বর, ২০১৩)