দ্য রিপোর্ট ডেস্ক : আসন্ন আইসিসি টোয়েন্টি২০ বিশ্বকাপের ময়দানি যুদ্ধ শুরু হতে আরও কিছু দিন বাকি রয়েছে। তবে তার আগেই শুরু হয়ে গেছে যুদ্ধের দামামা।

দরজায় কড়া নাড়ছে টোয়েন্টি২০ বিশ্বকাপ-২০১৪। আয়োজক হিসেবে বাংলাদেশ বেশ হাঁকডাক দিয়েই আসন্ন বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে। এর মধ্যেই মাঠ ও মাঠের বাইরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ক্রিকেট বিশ্বকাপ। এখন ক্রিকেটপ্রেমীদের জন্য আরেকটি খবর হলো, টোয়েন্টি২০ বিশ্বকাপের ইভেন্ট সং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

‘চার ছক্কা হই-হই’ শিরোনামের গানটি লিখেছেন রেফায়াত আহমেদ ও এনাম বিশ্বাস। সুর করেছেন খ্যাতনামা গায়ক ও কম্পোজার ফুয়াদ আল মুক্তাদির। আর গানে কণ্ঠ দিয়েছেন এলিটা, কণা, পূজা, পান্থ কানাই, জোহান আলমগীর, কৌশিক ও সানভির হুদা। মিউজিক ভিডিও তৈরি করেছেন চলচ্চিত্রকার আশিকুর রহমান।

প্রতিযোগিতাকে সামনে রেখেই এরই মধ্যে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা দৃশ্যায়ন করেছে থিম সংয়ের। দ্য রিপোর্টের পাঠকদের জন্য নিচে সংয়ের ভিডিও ফুটেজটি দেওয়া হলো :

(দ্য রিপোর্ট/সিজি/এমএ/শাহ/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)