শ্যামনগরে যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি : জেলার শ্যামনগরে এক অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ফরেস্ট অফিস সংলগ্ন চর এলাকা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী আব্দুল হালিম জানান, ভোরে চর এলাকায় মৃতদেহটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, মৃতদেহের বুকে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। মাথা থেতলানো। তার পরিচয় পাওয়া যায়নি। দুর্বৃত্তরা তাকে গুলি ও মাথায় আঘাত করে হত্যা করে এখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
বুড়িগোয়ালিনী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, ‘মৃতদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
(দ্য রিপোর্ট/এমআরইউ/ইইউ/এমসি/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)