দ্য রিপোর্ট প্রতিবেদক : হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে মো. আমিনুল হক (৪৫) নামে এক যাত্রীর পরচুলা থেকে দেড় কেজি ওজনের ১৩ স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস্ হাউ‌জের প্রিভেনটিভ টিম।

ঢাকা কাস্টমস্ হাউ‌জের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) আহসানুল কবির জানান, কুয়ালালামপুর থেকে মঙ্গলবার রাতে মালিন্দ এয়ারওয়েজের ওডি-১৬৬ ফ্লাইটে ক‌রে আটক আমিনুল বিমানবন্দ‌রে পৌ‌ছে। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তা‌কে স‌ন্দেহ হ‌লে চ্যালেঞ্জ ক‌রে কাস্টমস্ কর্মকর্তারা।

‌তি‌নি আরও জানান, প‌রে আটক আমিনুলকে তল্লা‌শি ক‌রে পরচুলার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৩ স্ব‌র্ণের বার উদ্ধার করা হয়। এগু‌লোর আনুমা‌নিক মূল্য ৬৫ লাখ টাকা। আটক আমিনুলের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরে। এ ঘটনায় প্র‌য়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্র‌ক্রিয়াধীন।

(দ্য রিপোর্ট/এমএসআর/এআরই/মে ২৪, ২০১৭)