সাতক্ষীরা প্রতিনিধি : টেন্ডার বক্স ছিনতাইয়ের চেষ্টাকালে সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুন্নাফ হোসেন শিম্পুসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আটকেরা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমানের ভাতিজা শিম্পু। অপরজন ছাত্রলীগের কর্মী ও খলিষখালী গ্রামের ফজলুর রহমান।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ দ্য রিপোর্টকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শফিকুর রহমান জানান, হাট-বাজার ইজারা দেওয়া সংক্রান্ত টেন্ডার ড্রপিংয়ের জন্য একটি টেন্ডার বক্স মঙ্গলবার সকালে নির্বাহী কর্মকর্তার অফিস থেকে তার পাটকেলঘাটাস্থ অফিসে পাঠানো হয়। বেলা ১১টার দিকে শিম্পুর নেতৃত্বে কয়েকজন যুবক টেন্ডার বক্সটিকে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় অফিসের লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতে তাদের বিচার করা সম্ভব না হলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

(দ্য রিপোর্ট/এমআরইউ/ইইউ/এমসি/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)