দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের ভালমন্দ সব ব্যাপারে জনগণকে হিসাব নিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ‘দেশের ভালমন্দ সব ব্যাপারে হিসাব নেওয়ার অধিকার জনগণের আছে। সে লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’

বুধবার সন্ধ্যায় মনিপুরীপাড়ায় তেজগাঁও থানা গণফোরামের উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তেজগাঁও থানা আহ্বায়ক রেজাউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন গণফোরামের নির্বাহী সভাপতি মফিজুল ইসলাম খান কামাল, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদ সদস্য অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, যুগ্ম সাধারণ সম্পাদক আওম শফিক উল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হারুনুর রশিদ তালুকদার, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, নগর নেতা মিজানুর রহমান মিজান, নূরুল হুদা চৌধুরী নিলু প্রমুখ।

(দ্য রিপোর্ট/সাআ/এপি/মে ২৪, ২০১৭)