ঘোড়াঘাট উপজেলার ৩০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ৩৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৩০টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বলে চিহিৃত করা হয়েছে।
ঘোড়াঘাট উজেলা নির্বাচন কর্মকর্তা অ. দা. ইউনুস আলী জানান, ঘোড়াঘাট উপজেলা ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। একটি পৌরসভা ও চারটি ইউনিয়নের মোট ৩৬টি কেন্দ্রের মধ্যে ৩০টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ চিহিৃত করা হয়েছে। এ সব ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণের দিন ৩৬টি কেন্দ্রে ৬০ জন সেনাবাহিনী, ৬০ জন বিজিবি ও ৩০ র্যাব সদস্যদের সঙ্গে পুলিশ সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
(দ্য রিপোর্ট/এআইআর/এফএস/এমসি/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)