নাটোর প্রতিনিধি : ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনকে সামনে রেখে নাটোরে বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে মঙ্গলবার সকালে তাদের মোতায়েন করা হয়।

জেলা প্রশাসক জাফর উল্লাহ দ্য রিপোর্টকে জানান, সকাল থেকে রাজশাহী হেড কোয়ার্টারের বিজিবি’র সহকারী মহাপরিচালক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে আগামী ৩০ ফেব্রুয়ারি পর্যন্ত নাটোরে বিজিবি মোতায়েন থাকবে।

(দ্য রিপোর্ট/এনএইচ/ইইউ/এমসি/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)