জেএমবির সাইদুরসহ তিনজনের সাড়ে ৭ বছর কারাদণ্ড
দ্য রিপোর্ট প্রতিবেদক : সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাবেক প্রধান ও শীর্ষ নেতা মাওলানা সাইদুর রহমান ওরফে জাফরসহ তিন আসামিকে ৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ মে) ঢাকার বিশেষ জজ-৬ এর বিচারক এ এম ইমরুল কায়েশ এ আদেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, সাইদুর রহমানকে বৃহস্পতিবার কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সাজাপ্রাপ্ত অপর দুই আসমি পলাতক আছেন। তারা হলেন-আবদুল্লাহেল কাফী ও আয়েশা আক্তার।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১০ সালের ২৫ মে কদমতলী থানার দনিয়া এলাকার একটি বাসায় আসামিদের কাছ থেকে নিষিদ্ধ জঙ্গি বই ও প্রচারপত্র উদ্ধার করে পুলিশ। পরে মাওলানা সাইদুর রহমানসহ তার সংগঠনের তিন সক্রিয় সদস্যের বিরুদ্ধে রাজধানীর কদমতলি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। এই মামলায় গত ১২ ফেব্রুয়ারি মাওলানা সাইদুরসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এরপর ১৮ মে মামলার যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।
(দ্য রিপোর্ট/জেডটি/মে ২৫, ২০১৭)