মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ষোলটাকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য কামাল হোসেনকে (৩৮) রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল দশটার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় কামাল হোসেনের ভাই কফিল উদ্দীন (৪২) মারাত্মকভাবে আহত হয়েছেন। আহত কফিল উদ্দীনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দেড় কাঠা রেওয়াজি সম্পত্তি নিয়ে শুকুর আলীর ছেলে শরিফুল ইসলামের সাথে দ্বন্দ্ব চলে আসছিল ইউপি সদস্য কামাল হোসেনের। সকালে জমি নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন গাংনী থেকে বাড়ি ফেরার পথে মেম্বর কামাল হোসেনের উপর হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এ সময় তার ভাই কফিল উদ্দীন ঠেকাতে গেলে তার হাতেও রামদা দিয়ে কোপ মারে। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামাল হোসেনকে মৃত ঘোষণা করেন। কামাল হোসেন ষোলটাকা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের বর্তমান সদস্য ও স্থানীয় যুবলীগ নেতা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/একেএ/এনআই/মে ২৫, ২০১৭)