দিরিপোর্ট২৪ প্রতিবেদক : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শেরেবাংলা নগর চন্দ্রিমা উদ্যানে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়ার মাজারে ফুল দান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ১৯৭৫ সালে ৭ই নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য অভ্যুত্থানের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন। এই দিনে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার শপথ নেই আমরা। বর্তমান সরকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিলিয়ে দিয়েছে। জনগণের জানমাল ও জীবনের কোনো নিরাপত্তা নেই। আজকে আমাদের শপথ, সরকারের কাছ থেকে দেশকে রক্ষা করতে হবে।

এসময় দাবি আদায় না পর্যন্ত রাজপথ ছাড়বো না বলেও তিনি ঘোষণা দেন।

এর আগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকাল ১১টা ৫ মিনিটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদদ আহমেদ, আ স ম হান্নান শাহ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, বিরোধীদলীয় চীফ হুইফ জয়নুল আবদিন ফারুক, চেয়ারপারসন উপদেষ্টা শামসুজ্জামান দুদু, রিজভী আহমেদ, অর্থ সম্পাদক আবদুস সালাম, যুব বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ।

সকাল থেকেই বিএনপির সহযোগী বিভিন্ন সংগঠন ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলাদল খণ্ড খণ্ড মিছিল নিয়ে চন্দ্রিমা উদ্যানে জড়ো হয়।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এমএইচও/জেএম/নভেম্বর ০৭, ২০১৩)