নীলফামারী প্রতিনিধি :  নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীসহ দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ছয়জন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শুক্রবার ভোরে শহরের পেট্রোলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের সাহানুর ইসলামের হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও পশ্চিম ছাতনাই ইউনিয়নের হায়দার হোসেনের ছেলে লোকমান হোসেন (২৫)।

আহতরা হলেন-শাহানুর ইসলাম, রুবেল, নিহত রফিকুলের ছেলে রিয়াদ, সানোয়ার, সালমা ও সহিদুল ইসলাম।

নিহতের আত্মীয়স্বজনরা জানান, রফিকুল দুবাইয়ে থাকেন। বৃহস্পতিবার রাতে তিনি ঢাকায় আসেন।ঢাকা থেকে নিজ বাড়িতে আসার পথে জলঢাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

জলঢাকা থানার এসআই মিজানুর রহমান মিজান জানান, শহরের পেট্রোলপাম্প এলাকায় ঢাকা থেকে ডিমলামুখী একটি মাইক্রোবাস সড়কের ধারে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। থানা পুলিশ ও জলঢাকা ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে মাইক্রোবাসের ভেতর থেকে দুইজনকে নিহত অবস্থায় ও ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করে। তবে মাইক্রোচালকের কোনো খোঁজ পাওয়া যায়নি।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাইক্রো ও ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।আহতদের রংপুর মেডিক্যাল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

(দ্য রিপোর্ট/এম/মে ২৬, ২০১৭)