জঙ্গিবাদ প্রশ্রয় না পাওয়ায় হতাশ বিএনপি : মেনন
দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশে এখন জঙ্গিবাদ অনেকটাই কমে এসেছে। কিন্তু কেন এই জঙ্গিবাদ প্রশ্রয় পাচ্ছে না, তা ভেবে বিএনপি হতাশ বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মঙ্গলবার দুপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) উদ্যোগে সংগঠনের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘বিএনপি যতই হতাশ হোক না কেন বাংলাদেশে আর জঙ্গিবাদের আশ্রয় হবে না।’
এ সময় তিনি নির্মাণ শ্রমিকদের শিল্প শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই নির্মাণ শ্রমিকরাই বিভিন্ন সময় শ্রমিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাজী সেলিম, ফজলে হোসেন বাদশাহ এমপি, নাজমুল হক প্রধান এমপি।
(দ্য রিপোর্ট/এমএম/এসকে/আরকে/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)