বোরহানউদ্দিন ও চরফ্যাশনে উপজেলা নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন
ভোলা প্রতিনিধি : জেলার বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে দুই উপজেলায় নির্বাচনের সরঞ্জামাদিও পাঠানো হয়েছে। নির্বাচনী কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও নৌ বাহিনীর সদস্যদের।
ভোলা জেলা রিটার্নিং অফিসার আবু সাঈদ জানান, দুই উপজেলায় নির্বাচনী সরঞ্জামাদি পাঠিয়ে দেওয়া হয়েছে।
ভোলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলা নির্বাচনের জন্য প্রায় সাত শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। ২০টি স্ট্রাংকিং ফোর্স ও ২০টি মোবাইল টিম সার্বক্ষণিক টহলে থাকবে। উপজেলার ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এদিকে আগামী ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি, আ’লীগের ১১ জন প্রার্থী এবং চরফ্যাশনে আ’লীগ, বিএনপি, স্বতন্ত্র, জাপা (এরশাদ) ও জামায়াতের ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
(দ্য রিপোর্ট/জেএসবি/ইইউ/এসকে/আরকে/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)