দ্য রিপোর্ট প্রতিবেদক : দাদার লাশ দেখতে গিয়ে ঢাকায় দোহার ফায়ার সার্ভিস অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় মিনহা আক্তার (৬) নামের নাতনীর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে। নিহত মিনহা ঢাকা জেলার দোহার উপজেলার কাদেরচড় গ্রামের সুরাদ মোল্লার মেয়ে।

মা রিতা আক্তার জানান, তারা বর্তমানে দক্ষিন কেরানীগঞ্জের পারগ্যান্ডারিয়া এলাকায় থাকে। মিনহা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণিতে পড়াশুনা করতো।

সকালে দোহারের বাসায় মিনহার দাদা সিরাজ মোল্লা স্ট্রোক করে মারা যান। খবর পেয়ে আমার ২ মেয়ে মিনহা ও বড় মেয়ে সামরিনাকে (১১) সাথে নিয়ে রিক্সা করে দোহারের উদ্দেশ্যে রওয়ানা দেই। দোহার ফায়ার সার্ভিসের সামনে আসলে নসিমন পরিবহনের একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে মিনহা রিক্সা থেকে ছিটকে পরে গিয়ে গুরতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপতালের জরুরি বিভাগে নিয়ে আসলে বেলা সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মিনহাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ভারপ্রাপ্ত ইনচার্জ হাবিলদার বাবুল মিয়া মৃত্যুটি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএস/এআরই/মে ২৭, ২০১৭)