দ্য রিপোর্ট প্রতিবেদক : হাসিবের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তার বাবা মো. ফারুক। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ দাবি জানান। হাসিব হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ির গোলাপবাগ এলাকার সর্বস্তরের মানুষ এর ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনে নিহত হাসিবের বাবা মো. ফারুখ জানান, গত ২৮ এপ্রিল হাসিব নিখোঁজ হয়। ৩০ এপ্রিল বুড়িগঙ্গা নদীর হাসানবাগ মীরেরবাগ এলাকায় ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। হত্যাকারীরা হাসিবকে পানিতে ফেলে হত্যা করে।

তিনি বলেন, আমরা অভিযোগ করলেও পুলিশ সন্দেহভাজনদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়নি। তাই প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও হত্যার সুষ্ঠু তদন্তের জন্য মানববন্ধনের আয়োজন করেছি।

উল্লেখ্য পুরান ঢাকার নবাবপুরের একটি দোকানের কর্মচারী হাসিব যাত্রাবাড়ির গোলাপবাগ (মাজার গলি) এলাকার মো. ফারুকের ছেলে। মানববন্ধনে নারী-শিশু বৃদ্ধসহ সব বয়সী মানুষ অংশ নেন।

(দ্য রিপোর্ট/এমএম/এআরই/মে ২৭, ২০১৭)