দ্য রিপোর্ট প্রতিবেদক: রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ গণতান্তিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী।

 

শনিবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। বাংলাদেশ গণতান্তিক মুক্তি আন্দোলন এ মানববন্ধনের আয়োজন করে।

আশরাফ আলী বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হবে, যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে।

তিনি বলেন, সিটিং সার্ভিসের নামে নির্ধারিত ভাড়ার চেয়ে ৩ থেকে ৫ গুণ পর্যন্ত অতিরিক্ত ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায় করছেন বাস মালিকরা। দীর্ঘদিন ধরে সাধারণ যাত্রীসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও গনমাধ্যম এ বিষয়ে যোগাযোগমন্ত্রী এবং বিআরটিএ’র চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছে। কিন্তু বাস্তবতা হলো এখনো এর কোন সমাধান হয়নি।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজী মাসুদ আহম্মেদ, মোহাম্মদ মাসুম, মো. শাহিকুল আলম টিটু, হুমায়ুন কবির প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএম/এনটি/মে ২৭, ২০১৭)