জাবি প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের চলমান আন্দোলনের জেরে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার সকাল দশটার আগে শিক্ষার্থীদেরকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার রাতে জরুরি এক সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবন ঘেরাওকালে ৪২ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১২টার দিকে আশুলিয়া থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

(দ্য রিপোর্ট/এএস/এআরই/মে ২৮, ২০১৭)