দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ গতকাল শনিবার বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে। তবে ভুল বানানের ব্যানার নিয়ে শ্রদ্ধা নিবেদন করায় সমালোচনার মুখে পড়েছে সংগঠনটি। ব্যানারে বঙ্গবন্ধুর নামটি ভুল বানানে লেখা হয়েছে। বঙ্গবন্ধুর নাম লেখা হয়েছে ’শেখ মুজিবর রহমান’। এটি হবে শেখ মুজিবুর রহমান।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন নতুন কমিটির সভাপতি মিশা সওদাগর, সহ সভাপতি রিয়াজ ও নাদের খান, সাধারণ সম্পাদক জায়েদ খান, সাংগঠনিক সম্পাদক সুব্রত, কোষাধ্যক্ষ কমল, কার্যনির্বাহী পরিষদের সদস্য রোজিনা, অঞ্জনা, আলীরাজ, নানা শাহ, পপি, সাইমন সাদিক, জেসমিন ও নাসরিন।

কমিটির সঙ্গে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নন্দিত অভিনেতা ফারুক ও অভিনেত্রী কবরী। আরো উপস্থিত ছিলেন অভিনেত্রী আনোয়ারা ও তার মেয়ে মুক্তিসহ অনেকেই।

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, বঙ্গবন্ধুর কাছে চলচ্চিত্রাঙ্গন সব সময় ঋণী। জাতির এই মহান নেতাকে শ্রদ্ধা জানিয়ে শিল্পী সমিতি তার কর্মযাত্রা শুরু করেছে।'

(দ্য রিপোর্ট/পিএস/মে ২৮, ২০১৭)