দ্য রিপোর্ট ডেস্ক : স্পেনের পরাশক্তি রিয়াল মাদ্রিদের যুবদলে খেলেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের বড় ছেলে এনজো জিদান। সম্ভাবনা ছিল স্পেনের জাতীয় দলে খেলতে পারেন এনজো। কিন্তু সকল গুঞ্জনকে পেছনে ফেলে ফ্রান্সের অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্পে ডাক পেয়েছেন তিনি।

বাবার দেখানো পথেই যাত্রা করেছেন এনজো। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপ জয় করেছিল জিনেদিন জিদানের নৈপূন্যেই। এ ছাড়া রিয়াল মাদ্রিদেও ইতিহাস গড়েছিলেন তিনি। এবার এনজোর দিকে চোখ থাকবে বিশ্বের। বাবার মতোই এনজো মিডফিল্ডার।

এনজো ২৪ মার্চ ১৯ বছরে পা রাখবেন। আগামী মাসের শুরুতেই তিনি ট্রায়ালস ও মেডিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন সোমবার খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। সেখানে এনজো রয়েছেন। ১৯৯৫ সালে এনজো ফ্রান্সে জম্ম নিয়েছিলেন। ২০০৬ সালে স্পেনের নাগরিকত্ব পেয়েছিলেন তিনি। ২০০৯ সালে স্পেনের যুব দলে (অনূর্ধ্ব-১৫) ডাক পেয়েছিলেন এনজো।

৪১ বছর বয়সী জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের সহকারী কোচ। কার্লো আনচেলত্তির অধীনে কাজ করছেন তিনি। এনজোর দাদা বাড়ি আলজেরিয়া। সেদেশের দরজাও তার জন্য খোলা রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/আরকে/ফেব্রুয়ারি ২৫, ‍২০১৪)