দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টিও প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, কদমতলীসহ পুরো ডিএনডি বাঁধের বিশ লাখ মানুষের অভিশাপ হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সাড়ে পাঁচশ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই অর্থ দিয়ে অচিরেই কাজ শুরু হবে। এর ফলে এই অঞ্চলের  দীর্ঘদিনের অভিশাপ জলাবদ্ধতা জাদুঘরে চলে যাবে।’

সোমবার সকালে শ্যামপুরের দোলাইপাড় ও কদমতলী থানার ৫৩ নং ওয়ার্ডে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

এ সময় বক্তব্য রাখেন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুর হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজন দে, শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাওসার আহমেদ, কদমতলি থানা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম সরকার, জাপা নেতা মাহবুবুর রহমান খসরু, জহিরুল ইসলাম জহির, মিলন মোড়ল প্রমুখ।

সৈয়দ আবু হোসেন বাবলা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি সরকারের সহযাত্রী হিসেবে কাজ করছে। লাঙ্গল হচ্ছে উন্নয়নের প্রতীক। এই প্রতীকে ভোট দিয়ে তিনি দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানান।

(দ্য রিপোর্ট/সাআ/এনআই/মে ২৯, ২০১৭)