চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের মিরসরাইতে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এসময় কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন।

সোমবার দুপুর সোয়া ৩টার দিকে ফেনী-খাগড়াছড়ি সড়কের নয়টিলা মাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় কয়লারমুখ সীমান্ত ফাঁড়ির বিজিবি সুবেদার আবুল কাসেম দ্য রিপোর্টকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আলিফ সুপার পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে খাগড়াছড়ির তবলছড়ি যাওয়ার পথে সিএনজি অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে পাহাড়ের ১০০ ফুট নীচে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস, বিজিবি ও স্থানীয়রা এখনো উদ্ধার তৎপরতা চলাচ্ছে।

(দ্য রিপোর্ট/এজে/মে ২৯, ২০১৭)