টঙ্গীতে এম ক্যাশ জালিয়াতি, আটক ১
গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের টঙ্গীতে এম ক্যাশ জালিয়াতির মাধ্যমে ব্যবসায়ীর টাকা আত্মসাতের অভিযোগে জহিরুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
দোকান মালিক শাহাদাতের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টায় তাকে আটক করা হয়।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি দ্য রিপোর্টকে জানান, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বিকাশ, এম ক্যাশের মাধ্যমে লাখ লাখ টাকা প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে। এ চক্র ধরার জন্য জহিরুলকে জিজ্ঞাসাবাদ করা হবে।
চেরাগআলী এলাকার এয়ারটেল রিলেসন সেন্টারের সিএসআর সুমাইয়া ফেরদৌস দ্য রিপোর্টকে জানান, নন্দন মার্কেটিং প্রতিষ্ঠান ওই সব এয়ারটেল কর্পোরেট সিমের মালিক। প্রায়ই এ সব সিম রিপ্লেস নিয়ে ঝামেলা হয়।
(দ্য রিপোর্ট/এমএমএফ/এমএইচও/এমএআর/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)